নুসরাত হত্যার ঘটনায় পুলিশের হারানো ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করবো
ফেনীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। বুধবার দুপুরে ফেনী পুলিশ লাইন্স মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ফেনী জেলা পুলিশের ভাবমূর্তি যেটুকু ক্ষুণ্ন হয়েছে কাজের মাধ্যমে তা উদ্ধারের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে। সন্ত্রাসী, জঙ্গি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়। অন্যায়কারীকে কোনো ধরনের প্রশয় নয়।
পুলিশ সুপার বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে ঘিরে যানজট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোথাও আইন-শৃঙ্খলা কিংবা শান্তি ভঙ্গের উদ্রেক হতে পারে এমন পরিস্থিতি সৃষ্টি হলে তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ খালেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাশেদুল হাসান/আরএআর/এমকেএইচ