ভারতেশ্বরী হোমসের ছাত্রী নিখোঁজ
মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল থেকে শিলা আহমেদ শিখা নামে ওই ছাত্রীকে পাওয়া যাচ্ছে না বলে হোমস কর্তৃপক্ষ জানিয়েছেন। এ ব্যাপারে শুক্রবার রাতে ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষা প্রতিভা রানী হালদার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ ওই ছাত্রী ধামরাই উপজেলার বালিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।
জানা গেছে, শুক্রবার ছিল ভারতেশ্বরী হোমসে মাসিক (প্যারেন্টস ডে) সাক্ষাতের দিন। শিলার বাবা সিদ্দিকুর রহমান ও মা রেবেকা সুলতানা শুক্রবার সকালে হোমসে মেয়ের সঙ্গে সাক্ষাত করেন। রুমের গেট বন্ধ থাকায় দুপুর ১টার দিকে মেয়ের জন্য খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে শিক্ষকদের কাছে শিলাকে বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান।
সন্ধ্যা ৬টার দিকে ভারতেশ্বরী হোমস থেকে তাকে মুঠোফোনে জানানো হয় শিলাকে পাওয়া যাচ্ছে না। খবর শুনে রাতেই শিলার বাবা-মা ও ভাই আবার হোমসে চলে আসেন। রাতে এ ব্যাপারে হোমসের অধ্যক্ষা প্রতিভা রানী হালদার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। শিলা ঢাকার ক্যামরিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় ৪.৮১ পেয়ে উত্তীর্ণ হয় এবং ২০১৪ সালে তাকে ভারতেশ্বরী হোমসে ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি করা হয় বলে শিলার বাবা জানিয়েছেন।
শিলার বাবা সিদ্দিকুর রহমান জাগো নিউজকে বলেন, শুক্রবার দুপুরে শিলাকে হোমসে রেখে বাড়ি চলে আসি। সন্ধ্যা ৬টার দিকে হোমস থেকে জানানো হয় আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না। শনিবার দুপুর দেড়টা পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা রানী হালদার এটিকে স্বাভাবিক ঘটনা উল্লেখ করে বলেন, হোমস থেকে শিলাকে পাওয়া না গেলেও বাবা-মায়ের সঙ্গে শিলার যোগাযোগ হয়েছে বলে শনিবার সকালে শিলার বাবা সিদ্দিকুর রহমান তাকে অবহিত করেছেন বলে উল্লেখ করেন।
মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা মো. শফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এসএস/পিআর