ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে ৭ দিনব্যাপি বৃক্ষমেলা শুরু

প্রকাশিত: ০৭:৫১ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

`পাহাড় সমতল উপকূলে, গাছ লাগাই সবাই মিলে দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ` এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে ৭ দিনব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে শহরের আজাদী ময়দানে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলা চলবে আগামী ১১ সেপ্টম্বর পর্যন্ত।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

RAJBARI-BEKKO-MELA

সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণ কুমার সরকারের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শ্রীনিবাস দেবনাথ ও সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দীন প্রমুখ।

আলোচনা সভা শেষে শহরের ৬টি প্রতিষ্ঠান ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন। এবারের মেলায় মোট ৩০টি স্টল স্থান পেয়েছে।

রুবেলুর রহমান/এসএস/পিআর