নসিমন উল্টে ধানের বস্তায় চাপা পড়ে ৩ শ্রমিক নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় ধানবোঝাই একটি নসিমন উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় নসিমনের চালকসহ আহত হয়েছেন আরও ৮ জন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (১৮) ও মৃত মোন্তাজ আলীর ছেলে মোজাফফর হোসেন (৬২)। আহতরা হলেন- একই এলাকার মুকিম, পিয়ারুল, রবু, দুলাল, ওমর, আমিনুল, মান্নান ও সাদ্দাম।
আহতদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। নিহত ও আহতরা সবাই ধানকাটা শ্রমিক।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, রাতে বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে নসিমনে করে ১০/১২ জন শ্রমিক শিবগঞ্জে যাচ্ছিলেন। পথে গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় পৌঁছলে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়।
এ সময় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক শহিদুল, রাকিব ও মোজ্জফফর নিহত হন। আহত হন আরও ৮ জন। খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
মোহা. আব্দুল্লাহ/বিএ