ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫০

প্রকাশিত: ০৭:২৪ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

দিনাজপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টায় চিরিরবন্দরের নশরতপুর ইউনিয়নের দিনাজপুর-রংপুর মহাসড়কের নশরতপুর বড়ভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের দিনাজপুর-রংপুর মহাসড়কের নশরতপুর বড়ভিটা নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী গেটলক রুবেল পরিবহন (রংপুর-ব-০৫-০০২৪) এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের (রংপুর-ব-১১-০০১৬) মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫০যাত্রী আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে।

দিনাজপুর হাইওয়ে পুলিশ সার্জন মো. সেলিম পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আহতদের উদ্ধার করে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংবাদ পাওয়া যায়নি। তাৎক্ষণিক দুর্ঘটনায় আহতদের পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি।

এমদাদুল হক মিলন/এসএস/পিআর