দারুণ বৃষ্টির পর রোদের চরম প্রতাপ
বঙ্গীয়তটকে উথাল পাথাল করে দেয়া ফণীও চট্টগ্রামকে এতটুকু শীতল করতে পারেনি। এরপর পেরিয়ে গেছে দমবন্ধ করা আরও ১০ দিন। অবশেষে মঙ্গলবার (১৪ মে) ভোর রাতে এসেছিল প্রশান্তির বৃষ্টি। তবে বৃষ্টি শেষে আবারও রুদ্রমূর্তিতে প্রকৃতি। রীতিমতো আগুন ঝরাচ্ছে এখন।
চট্টগ্রামে সর্বশেষ কমপক্ষে ২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল সেই চৈত্রে। এরপর পুরো বৈশাখে ফণীর বয়ে আনা ১০ মিনিটের ক’ফোঁটা বৃষ্টির পানি এতটুকু শীতলতা বয়ে আনতে পারেনি।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাজহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘এ বছর মূলত বৃষ্টিপাত সারাদেশেই কম হচ্ছে। তবে চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় সেই পরিমাণ আরও কম। বর্তমানে দেশের উপর একটি বিক্ষিপ্ত বৃষ্টি বলয় বলবৎ আছে। তবে এর প্রভাব চট্টগ্রামে একেবারে নেই বললেই চলে।’
তিনি আরও বলেন, ‘ভোরের মতই আগামী দুই/একদিন বিক্ষিপ্তভাবে আরও বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রামে গড়ে ২ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। সারাদেশে বৃষ্টির কারণে তাপমাত্রা কমলেও ১৮ তারিখের পর তা আবারও বাড়বে। চট্টগ্রামে তাপমাত্রা কমার তেমন কোনে সম্ভাবনা নেই।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারজান সাদিক বলেন, ‘আসি আসি করে সেহেরির আগ মুহূর্তে এলো রহমতের বৃষ্টি। ভেবেছিলাম ঘুম থেকে উঠে একটা ভেজা সকাল দেখব। কিন্তু এখন দেখছি রীতিমতো আগুন ঝরাচ্ছে সূর্য।’
আবু আজাদ/এমএমজেড/জেআইএম