ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে শিয়ালের ফাঁদে মেছো বাঘ

প্রকাশিত: ১০:১০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

চাঁদপুর সদর উপজেলার হরিণা আশ্রায়ণ প্রকল্পে শিয়ালের জন্য পেতে রাখা ফাঁদে একটি মেছো বাঘ ধরা পড়েছে। পরে আটক মেছো বাঘটিকে শুক্রবার বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম ও কামরুল ইসলামের কাছে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি হস্তান্তর করেন।

হরিণা আশ্রায়ন প্রকল্প এলাকায় বরগুনা থেকে ড্রেজারের কাজ করতে আসা বাচ্চু প্রতাপ উদ্দিন, দীন ইসলাম, ইউনুছ জানায়, রাতের বেলায় তাদের কাজ করার সময় প্রায় প্রতিদিনই শিয়াল বা মেছো বাঘ ধাওয়া দিত। এছাড়া আশ্রায়ণ প্রকল্প এলাকার বাসিন্দাদের পালিত হাঁস-মুরগী প্রতি রাতে শিয়ালে নিয়ে যেত। পরে শিয়ালের অত্যাচার থেকে রক্ষা পেতে বৃহস্পতিবার রাতে এলাকাবাসীর সহায়তায় একটি বাক্সে মুরগী দিয়ে ফাঁদ পাতা হয়। সেই ফাঁদে একটি মেছো বাঘ আটকা পড়ে।

এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, আটক মেছো বাঘটি কুমিল্লা রাজেসপুরে অবস্থিত ইকো পার্কে পাঠিয়ে দেওয়া হবে।

ইকরাম চৌধুরী/আরএস