ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে ছাত্রলীগ ও নাগরিক সমাজের পাল্টাপাল্টি প্রতিবাদ সভা

প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বায়েযীদ হাসানকে প্রাণনাশের চেষ্টায় অস্ত্র ঠেকিয়ে হামলা এবং ওই ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট ও পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানের ছোট ভাই আব্দুল মতিনসহ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ হয়েছে। প্রায় একই সময়ে শহরের রঘুনাথ বাজার এলাকায় ১০০ গজ দূরে দু’পক্ষের প্রতিবাদ সামবেশের কারণে শহরবাসীর মাঝে আতঙ্ক দেখা দেয়।

শুক্রবার শহরের নিউমার্কেট মোড়ে জেলা ছাত্রলীগ ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে জেলা ছাত্রলীগ সভাপতি সম্রাটসহ অন্যান্য নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে ছাত্রলীগের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচী ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

অপরদিকে শহরের রঘুনাথ বাজার কালিমন্দির মোড়ে বিকেল পৌনে পাঁচটার দিকে নাগরিক সমাজের ব্যানারে প্রাণনাশের চেষ্টার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সমাবেশ থেকে হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মামলার আসামিদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া সমাবেশ থেকে অবৈধ অস্ত্রের ঝনঝনানি ও শেরপুরবাসীকে সন্ত্রাস মুক্ত রাখার জন্য অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করার দাবিও জানান তারা।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসান, নাগরিক সমাজের আহ্বায়ক প্রভাষক মোক্তারুজ্জামান মুক্তা, ছাত্রলীগ নেতা আব্দুল মতিন, চরাঞ্চল যুব ঐক্য পরিষদ নেতা জাকিবিল্লাহ লুলু, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বায়োজিদ হাসানের ওপর শেরপুর পৌর এলাকার মাজার রোডে বটতলায় প্রাণনাশের চেষ্টায় অস্ত্র ঠেকিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে এ অভিযোগে শেরপুর সদর থানায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

হাকিম বাবুল/আরএস