নকল স্বর্ণের বার নিয়ে ৩ প্রতারকের কাণ্ড
প্রতারণা করে নকল স্বর্ণের বার দিয়ে আসল স্বর্ণালঙ্কার নেয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর তিনটার দিকে জেলা শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, সরাইল উপজেলার বৈশ্বর গ্রামের মিজান মিয়ার ছেলে সহিদ (৩০), বাড়িউরা গ্রামের জুরু মিয়ার স্ত্রী মুলকি (৪৫) ও নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের মো. আলমের ছেলে জসিম (২৬)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে নবীনগর উপজেলার তিন নারী চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। চিকিৎসা শেষে নবীনগর ফেরার জন্য তারা শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় উঠলে ওই তিন প্রতারক তাদের কাছে কোনো টাকা-পয়সা নেই জানিয়ে সঙ্গে থাকা নকল স্বর্ণের বারটিকে আসল বলে সেটা নিয়ে টাকা দিতে বলেন। এরপর টাকার বদলে ওই তিন নারীর সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার নিতে চাইলে তারা চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারকদের আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আজিজুল সঞ্চয়/এমএএস/এমকেএইচ