ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিকলীতে গরু ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা চেষ্টা

প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

কিশোরগঞ্জের নিকলীতে এক ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা চেষ্টা করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে নিকলী উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় হাওরের পানি থেকে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ আলাল উদ্দিন (৪৫) নামে ওই ব্যবসায়িকে উদ্ধার করে।

তিনি নিকলী উপজেলার পূর্বগ্রাম সরদারহাটি গ্রামের আমেদ আলীর ছেলে। আহত অবস্থায় তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য প্রকল্পে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, পূর্বগ্রাম সরদারহাটি গ্রামের সেলিম মিয়া, আসিদ মিয়া, ফারুক হোসেন ও আবুল হাশেমের সঙ্গে আলাল উদ্দিনের ব্যবসায়ীক অংশীদার ছিলেন। তাদের কাছে আলাল উদ্দিনের পাঁচ লাখ টাকা পাওনা ছিল। এ টাকা আদায়কে কেন্দ্র করে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার আলাল উদ্দিন কিশোরগঞ্জে গরু কিনতে যান। সেখান থেকে রাতে সিএনজি অটোরিকশায় চড়ে নিকলী আসেন। সিএনজি স্টেশনে নেমে সেখান থেকে রাত সাড়ে আটটার দিকে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন তিনি। নিকলী বেড়িবাঁধ এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার অফিসের কাছে অস্ত্রের মুখে সেলিম মিয়া, আসিদ মিয়া, ফারুক হোসেন আবুল হাশেম ও অজ্ঞাত এক ব্যক্তি তাকে অপহরণ করে। তারা আলাল উদ্দিনের কাছে থাকা ৮২ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেন। তাকে মারপিট করে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে বাঁধের পাশে হাওরের পানিতে ফেলে দেন।

রাত সাড়ে ১০টার দিকে গোঙানির শব্দ শুনে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিপির ম্যানেজার সুলতান মাহমুদ পুলিশে খবর দেন। খবর পেয়ে নিকলী থাকা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পাওনা টাকা আত্মসাত এবং সঙ্গে থাকা টাকা লুট করার জন্যই গরু ব্যবসায়ী আলাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়। এ ঘটনায় আলাল উদ্দিন বাদী হয়ে পাঁচ জনের নামে গতকাল শুক্রবার একটি মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নূর মোহাম্মদ/এমজেড/এমএস