নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার থানাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তারা হলেন, জিয়াউর রহমান (৩৫), গোলাম হোসেন (৩৮), রিপন মিয়া (২৫) ও সোহেল মিয়া (২৫)। এদের মধ্যে জিয়াউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সকলেই ইট বোঝাই নৌকার শ্রমিক।
স্থানীয়রা জানান, সকালে ১০/১২ জন শ্রমিক নৌকা নিয়ে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের থানাকান্দি থেকে নবীনগর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এসময় থানাকান্দি খালে নৌকাটি একটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় নৌকায় থাকা আরো চার শ্রমিক আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী কবির আহমেদ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন