সুপার শপের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মাংস
সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায় সহির প্লাজায় অবস্থিত সুপার শপ রিফাত অ্যান্ড কোং দোকানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মাংস ও মসলা পাওয়া গেছে। মেয়াদোত্তীর্ণ মাংস ও মসলা রাখায় সুপার শপ রিফাত অ্যান্ড কোংকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার বেলা ১টার দিকে দুই ধাপে সুপার শপ রিফাত অ্যান্ড কোংকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদফতর সিলেটের সহকারী কমিশনার মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদফতর সিলেটের সহকারী কমিশনার মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ মাংস ও মসলা রাখায় এক ক্রেতার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপার শপ রিফাত অ্যান্ড কোং-এ অভিযান চালানো হয়।
এ সময় যাচাই-বাছাই করে মেয়াদোত্তীর্ণ মসলা পাওয়ায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মাংস রাখার দায়ে সুপার শপ রিফাত অ্যান্ড কোংকে আরও ছয় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগকারী ক্রেতাকে জরিমানার ২৫ শতাংশ বুঝিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
ছামির মাহমুদ/এএম/জেআইএম