যমুনার পেটে গেল ডিগ্রি তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
নিলামের প্রক্রিয়া শেষ হতে না হতেই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৮৫নং ডিগ্রি তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবশেষে যমুনার পেটেই গেল। শনিবার বিকেলে বিদ্যালয় ভবনটি যমুনায় ধসে পড়েছে।
কাজিপুর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৯৩৫ সালে স্থাপিত এই বিদ্যালয়টি ২০০৭-২০০৮ অর্থবছরে প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়। ওই সময় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি-২ এর আওতায় এলজিইডি কাজিপুর অফিসের বাস্তবায়নে একতলা ভবন নির্মাণ হয়েছিল। ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি-৩ এর আওতায় প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ হয়।
কাজিপুর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া জানান, নিলামের সব প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল।
উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, এত দ্রুত বিদ্যালয় ভবনটি ধসে যাবে সেটা জানা ছিল না।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, সোমবার ভবনের যেটুকু আছে সে টুকুর নিলাম অনুষ্ঠিত হবে। আর বিদ্যালয় এখন বন্ধ হয়েছে। খুললে অস্থায়ীভাবে শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করা হবে।
ইউসুফ দেওয়ান রাজু/বিএ/জেআইএম