ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএম কলেজে ভাঙচুর : ঘটনা তদন্তে কমিটি

প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

বরিশাল বিএম কলেজে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। আর এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, তুচ্ছ বিষয় নিয়ে সমাজবিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র মাসুদ ও একই বিভাগের সমীরনের মধ্যে বিরোধ চলে আসছিল। আর এ নিয়ে দুপুরে ক্যাম্পাসে দুই জনের মধ্যে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়।

খবর পেয়ে মাসুদের পক্ষে বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অনীকসহ আরো কিছু ছাত্র এবং সমীরনের পক্ষে বহিরাগত সাগর ও তৌহিদসহ কিছু সহযোগী যোগ দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।

মাসুদ ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক মুসলিম ছাত্রাবাসের আবাসিক ছাত্র হওয়ায় ওই হলের ছাত্ররা খবর পেয়ে মাসুদের পক্ষে লাঠিসোটা নিয়ে বেরিয়ে আসে। এ সময় শিক্ষকরা বাধা দিলে মুসলিম হলের ছাত্ররা সমাজবিজ্ঞান বিভাগে প্রবেশ করে শ্রেণি কক্ষের দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে। পরে পুলিশ ও শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

বিএম কলেজ অধ্যক্ষ স.ম. ইনামুল হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছাত্রদের অভিযোগ এবং সমাজবিজ্ঞান বিভাগে ভাঙচুরের কারণ তদন্তে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রধান অধ্যাপক এসএম আলাউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সাইফ আমীন/এআরএ/পিআর