ভিডিও গেমের দোকানে প্রাণ গেল স্কুলছাত্রের

খুলনা মহানগরীর খালিশপুর থানার আলমনগর বাজারে ভিডিও গেমের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুজন নগরীর আলমনগর রেল সাইডে বসবাসকারী ফেরিওয়ালা বেল্লাল হোসেনের ছেলে এবং খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, সকালে আলমনগর বাজারের ভিডিও গেমের দোকানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুজন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারা সুজনকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, সুজন খেলা দেখার সময় পাশের বিদ্যুতের খুঁটিতে হাত দেয়, খুঁটি ভেজা থাকায় তা আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আলমগীর হান্নান/আরএআর/জেআইএম
আরও পড়ুন
বিজ্ঞাপন