ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গণপটিুনিতে ৩ জন নিহত : ৬ জন দুইদিনের রিমান্ডে

প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

পাবনার সাঁথিয়ায় ছেলে ধরা সন্দেহে তিন গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার ঘটনায় আটক ৬ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক একেএম রওশন জাহান উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কাশেম জাগো নিউজকে জানান, গোপন তথ্য অনুসন্ধান, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ঘটনার সময় মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে গত রোববার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়।

আটকরা হলেন, সাঁথিয়া উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের কালু সরদারের ছেলে খোকন সরদার (৩২), আনছার মোল্লার ছেলে আহসান হাবীব আছান (২৫), করমজা নিশিপাড়া গ্রামের অঞ্জন দাশের ছেলে সুজন দাশ (১৮), নরেন চন্দ্র দাশের ছেলে বৃষ্ণ চন্দ্র ওরফে বিশু চন্দ্র দাশ (২৭), মৃত গীরিশ চন্দ্র দাশের ছেলে লিটন দাশ (২০) ও পৌর সদরের দত্তকান্দি মহল্লার রাজু প্রামানিকের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৬)।

তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৬ জনের প্রত্যেককে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নাকচ করেন। এ সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, অ্যাডভোকেট তৌফিক ইমাম খানসহ ৬ জন। অপরদিকে সরকার পক্ষে ছিলেন, কোর্ট সাব ইন্সপেক্টর (সিএসআই) মো. কামরুজ্জামান।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা চতুরহাট এলাকায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়। এ ঘটনায় নিহত আলাউদ্দিন ওরফে আলালের ভাই রানা শেখ বাদি হয়ে ঘটনার দিন রাতে অজ্ঞাতনামা ৩ হাজার মানুষকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গরু ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে ছেলে অপহরণকারীর নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে ওই তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়।

একে জামান/এসএস/পিআর