পাচারকালে ২০ মণ জাটকা উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কোস্টগার্ডের অভিযানে ২০ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে পাচারকালে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে এসব জাটকা উদ্ধার করা হয়।
এ সময় টের পেয়ে সংশ্লিষ্ট জেলে ও ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদরাসা, অসহায় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।
জানা গেছে, জাটকা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উত্তর চরআবাবিলের বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায় কোস্টগার্ড। এ সময় টের পেয়ে জেলে ও ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২০ মণ জাটকা উদ্ধার করা হয়।
রায়পুর উপজেলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের কমান্ডার মো. কামাল হোসেন বলেন, উদ্ধারকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা, মাদরাসা, অসহায় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে এ সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জাটকা শিকার ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মার্চ-এপ্রিল দুই মাস মেঘনায় নিষেধাজ্ঞার সময়ে জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ৮৫টি অভিযান পরিচালনা করে। এ সময় ৪২ জেলের কারাদণ্ড ও ৪৭ জনের ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে ৭ টন জাটকা, ৪১টি মৎস্য নৌকা ও ২১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল।
কাজল কায়েস/এএম/এমকেএইচ