গাইবান্ধায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তরি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা শিখা আক্তার (১৫) ও আসাদুজ্জামান (২০) নামে দুইজন আহত হয়েছেন। সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার রামদেব ভাটারপাড় এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরি আক্তার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব কালিতলা গ্রামের শিক্ষক আবদুল খালেকের মেয়ে এবং জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন সরকার জাগো নিউজকে জানান, তরি ও শিখা আক্তার আসাদুজ্জামানের সঙ্গে মোটরসাইকেলে করে উপবৃত্তির টাকা তোলার জন্য স্কুলে যাচ্ছিল। রামদেব ভাটারপাড়া এলাকায় পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা সুন্দরগঞ্জগামী যাত্রীবাহী বাস (রংপুর-ব-২৫৭৫) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তরি, শিখা ও আসাদুজ্জামান ছিটকে সড়কের উপর পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তরি ও শিখাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তরির মৃত্যু হয়। আহত শিখা আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও আসাদুজ্জামানকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহিদ আরিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, স্থানীয়দের সহায়তায় বাসের চালক আবুল কালাম আজাদসহ বাসটি আটক করা হয়েছে। নিহত তরি আক্তারের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অমিত দাশ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ