ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কেন্দ্রে ভোটার উপস্থিত করার দায়িত্ব প্রার্থীদের : সিইসি

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটার উপস্থিতি কম হতে পারে। আমরা মাইকিং করিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি। ভোটারদের কেন্দ্রে আসার অনুরোধ করি। কিন্তু কেন্দ্রে ভোটার উপস্থিত করার দায়িত্ব প্রার্থীদের।

সোমবার দুপুরে শহরের সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, ময়মনসিংহে গত উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহৃত হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হওয়ায় কেউ জাল ভোট দিতে পারবে না। ভোটার তার ভোট দিতে পারবে। ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবে সে পরিস্থিতিও আমরা সৃষ্টি করেছি।

ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমানের সভাপতিত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার মো. সাইদুল ইসলাম, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান প্রমুখ।

আগামী ৫ মে প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রকিবুল হাসান রুবেল/আরএআর/জেআইএম

আরও পড়ুন