ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুর-লাকসাম রেলপথে শতাধিক ড্রেজার পাইপ উচ্ছেদ

প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

চাঁদপুর-লাকসাম রেলপথের বিভিন্ন স্থানে রেললাইনের নিচ দিয়ে অবৈধভাবে ড্রেজারের পাইপ স্থাপন করে একটি চক্র দীর্ঘদিন যাবৎ বালুর ব্যবসা করে আসছিল। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল রেল চলাচল। অবশেষে রেলওয়ে মন্ত্রণালয় ও চট্টগ্রাম বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চাঁদপুর-লাকসাম রেলপথের ১৫টি স্থানের শতাধিক অবৈধ ড্রেজার পাইপ উচ্ছেদ করে ধ্বংস করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যা পর্যন্ত গত দু’দিন যাবৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন কুমিল­া রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, লাকসামের দায়িত্বরত এসএমই পথ লিয়াকত আলী মজুমদার, লাকসাম রেলওয়ের নিরাপত্তা ইনচার্জ আমিনুল হক, চাঁদপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ ওসমান গনি পাঠানসহ সঙ্গীয় ফোর্স।

উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, চাঁদপুর-লাকসামের রেলপথের ১৫টি স্থানে রেলপথ সুরঙ্গ করে অবৈধভাবে ড্রেজার পাইপ স্থাপন করে বালির ব্যবসা চলছিল। এতে করে ট্রেন চলাচলে মারাত্মক ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয় এবং যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করছিল।

এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার কামরুল আহসান ও ডি এন আবেদুর রহমানের নির্দেশে বুধবার ও মঙ্গলবার দু’দিন অভিযান চালিয়ে এ পথে অবৈধভাবে স্থাপনকৃত ১৫টি স্থানের শতাধিক ড্রেজার পাইপ উচ্ছেদ করা হয় এবং তাৎক্ষণিক পাইপগুলো ধ্বংস করে দেয়া হয়।

অভিযানের সময় রেলপথের পাশে ৫৪ কিমি এলাকার মধ্যে অবৈধভাবে নির্মিত প্রায় শতাধিক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয় বলে কর্তৃপক্ষ জানান।

বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ দু’টি স্থানে মিশন রোড ও বিশ্বরোড রেলক্রসিং সংলগ্ন ঘুণ্টিঘরের পাশে স্থাপনকৃত অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

ইকরাম চৌধুরী/বিএ