ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে গ্যাসের লাইন বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সাওঘাট এলাকায় গ্যাসের লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরিফ (২৬) নামে আরেকজনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আরিফের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গোপীনাথপুর গ্রামে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।

সোমবার ভোরে উপজেলার সাওঘাট এলাকার রাবেয়া আক্তার মিলির বাড়িতে তিতাস গ্যাসের লাইন বিস্ফোরিত হয়ে তিনজন পোশাক কারখানার শ্রমিক নিহত হন। এ সময় আহত হন ছয়জন। আহতদের মধ্যে আজ একজন মারা যান।

এ বিষয়ে তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের সুপারভাইজার ইসমাইল হোসেন বলেন, এর আগেও এ ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। গ্যাসের প্রেসার অধিক ছিল। হয়তো বিল্ডিংয়ের ভেতরে গ্যাস ছড়িয়ে ছিল। আগুনের সংস্পর্শে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ও কাঞ্চন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মীর আব্দুল আলীম/এএম/পিআর

আরও পড়ুন