ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘনায় পানি বাড়ায় আশুগঞ্জ বন্দরে সতর্কতা জারি

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

দেশে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া আর মেঘনা নদীতে অস্বাভাবিক হারে পানি বাড়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে ১ নম্বর সতর্কতা সঙ্কেত জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর ফলে বুধবার সকাল থেকে আশুগঞ্জ নৌবন্দর থেকে ছয়টি রুটে নৌযান চলাচল কিছুটা হ্রাস পেয়েছে।

এদিকে উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টির কারণে মেঘনা নদীতে অস্বাভাবিকভাবে পানি বাড়ছে। এতে করে প্লাবিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন নিম্নাঞ্চল।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের আশুগঞ্জ বন্দর ট্রাফিক পরিদর্শক মো. শাহ আলম জাগো নিউজকে জানান, আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী বন্দরে ১ নম্বর সর্তকতা সঙ্কেত জারি করেছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্দরে সতর্কতা সঙ্কেত জারি থাকবে বলেও জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি