ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ আটক ১

প্রকাশিত: ০১:১৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকায় দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সীমান্তের লক্ষীদাড়ি এলাকা থেকে দুটি স্বর্ণের বারসহ চোরাকারবারী ইউছুপ আলী গাজীকে (৪০) আটক করা হয়। তিনি লক্ষীদাড়ি গ্রামের বাহার আলি গাজির ছেলে।

ভোমরা ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভোমরা স্থলবন্দর সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালান। এসময় সন্দেহভাজন হিসেবে তারা ইউছুপ আলিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক জাগো নিউজকে এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

এমজেড/পিআর