ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার জামলতা বাজার নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ফরিদপুর থেকে টেকেরহাট যাওয়ার পথে মৃধা পরিবহনটি জামতলার ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে রাব্বি পরিবহন বাসটির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ ঘটে।
সংঘর্ষে দুমরে মুচড়ে দুটি বাসই রাস্তার পাশের খাদের পাড়ে পড়ে যায়। এতে মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের হাবিব শেখ ওরফে কালা এবং অজ্ঞাত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় আছেন আরো অন্তত সাতজন। তাদের মাথায় গুরুতর আঘাত রয়েছে।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. বেলাল হোসেন জাগো নিউজকে জানান, বিকেল সোয়া তিনটার দিকে টেকেরহাট থেকে ফরিদপুরগামী রাব্বী ট্রাভেলস এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মৃধা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশে পানি থাকায় ফরিদপুর থেকে ফায়ার সার্ভিস এসে পানির ভেতর থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এমজেড/পিআর