কুড়িগ্রামে ২৮ জন রোগীকে ১৪ লাখ টাকা সহায়তা প্রদান
কুড়িগ্রামে ২৮ জন অসুস্থ রোগীকে ৫০ হাজার টাকা করে ১৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজ ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোববার এসব সহায়তা দেয়া হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের উত্তরণ সম্মেলন কক্ষে সহযোগিতার এসব চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সমাজসেবা অফিসের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফজলুল হক, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।
সমাজসেবা মন্ত্রণালয়ের মাধ্যমে এ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৩৬০ জন রোগীকে সহায়তা প্রদান করা হয়েছে। রোগীরা অনলাইনে আবেদন করে থাকনে। পরে স্থানীয় যাচাই-বাছাই কমিটি সুপারিশ করে কেন্দ্রীয় সমাজসেবা অধিদপ্তরে তালিকা পাঠান। পরে কেন্দ্রীয় বাছাই কমিটি প্রকৃত রোগীকে সনাক্ত করে অনুদানের চেক অনুমোদন করেন। এতে হতদরিদ্র পরিবারগুলো চিকিৎসার সুযোগ পেয়ে খুশি।
নাজমুল/এমএএস/পিআর