২ নারীর কাছে মিলল সাড়ে ৬ হাজার ইয়াবা
কক্সবাজারে অভিযান চালিয়ে ৬ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে বিজিবি। কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে শনিবার বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া মোহাম্মদ আলীর স্ত্রী রাবেয়া খাতুন (২৮) ও বাগেরহাট সদরের বাতামতলীর বোটপুর এলাকার মৃত আবু সাঈদ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৪৫)।
কক্সবাজার ৩৪-বিজিবির পরিচালক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রাবেয়াকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপর অভিযানে কক্সবাজারগামী যাত্রীবাহী কক্সলাইন বাসে তল্লাশি চালিয়ে ফাতেমাকে ৪ হাজার ৯৯০ পিস ইয়াবা গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মোবাইল এবং নগদ ৭ হাজার ৭৯ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার ইয়াবাসহ গ্রেফতারদের রামু থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ