ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, আটক ২

প্রকাশিত: ০৭:৩০ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

অপহরণের ৪০ দিন পর উদ্ধার হলো নীলফামারীর কলেজ ছাত্রী হিরামনি আক্তার (১৭)। এ সময় পুলিশের হাতে আটক হয় অপহরণকারী নাছির উদ্দিন (৫০) ও তার ছেলে আফজারুল ইসলাম (২২)। বুধবার আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে নীলফামারী সদরের পলাশবাড়ি গ্রামের একটি বাড়িতে গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়। আটক বাবা-ছেলে নীলফামারীর ডোমার উপজেলার খামার বামুনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে ও ডোমার সরকারী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী হিরামনি আক্তার চলতি বছরের ২৩ জুলাই সকালে কলেজ যাওয়ার পথে সদর ইউনিয়নের রামডাঙ্গা ফরেস্টের ডাঙ্গা নামক স্থান থেকে অপহৃত হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিমলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন খান জাগো নিউজকে জানান, কলেজছাত্রীকে অপহরণের দীর্ঘ ৪০দিন পর ২জনসহ ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

জাহেদুল ইসলাম/এসএস