ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্নীতি ও সরকারি টাকা আত্মসাৎ, এমপি জিন্নাহকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৯

বগুড়া-২ আসনের জাতীয় পার্টির (জাপা) এমপি শরিফুল ইসলাম জিন্নাহকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাকে দুদকে তলব করা হয়েছে। বুধবার এমপি শরিফুল ইসলামকে চিঠি দিয়েছেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

দুদক সূত্র জানায়, এমপি শরিফুল ইসলাম জিন্নাহকে ২৪ এপ্রিল সকালে দুদকে হাজির হতে বলা হয়েছে। তিনি মহাজোটের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন।

দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, এমপি শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে। এ বিষয়ে বক্তব্য দিতে তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে।

জাতীয় পার্টির এমপি শরিফুল ইসলাম জিন্নাহ চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য দিয়ে দুদক কর্মকর্তাদের সহাযোগিতা করব আমি।

লিমন বাসার/এএম/পিআর

আরও পড়ুন