ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে বিরল প্রজাতির কচ্ছপ আটক

প্রকাশিত: ০৯:২০ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

বেনাপোলের উত্তর বারপোতা গ্রামের মাঠের মধ্য থেকে মঙ্গলবার ভোরে ২৩৯টি বিরল প্রজাতির কচ্ছপের একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক কচ্ছপগুলো চোরাই পথে ভারত থেকে এনে ঢাকায় পাচারের জন্য এখানে রাখা হয়েছিল।
   
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আব্দুর রহিম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কচ্ছপের একটি চালান ভারত থেকে পাচার হয়ে বারপোতা গ্রামের মাঠে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উত্তর বারপোতা গ্রামের মাঠের মধ্যে চোরাকারবারীদের দেখে ধাওয়া করলে তারা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তার মধ্য থেকে ২৩৯টি কচ্ছপ আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আটক কচ্ছপ খুলনাস্থ প্রাণি সম্পদ অধিদফতরে জমা দেয়া হয়েছে বলে বিজিবির ওই কর্মকর্তা জানান।  

মো. জামাল হোসেন/এমজেড/পিআর