ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাদেশে পাল্টা হামলার হুমকি আরাকান আর্মির (ভিডিও)

প্রকাশিত: ০৮:১৮ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

মিয়ানমার সরকারের পক্ষ নিয়ে বাংলাদেশ আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখলে তারাও পাল্টা হামলা করবে বলে জানিয়েছেন মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির অন্যতম সংগঠক হিসেবে পরিচয়দানকারী রান নিন সোয়ে। রান নিন সোয়ের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়াও তিনি ফেসবুকে আপলোড করা আরেক ভিডিও বার্তায় জানান, রাঙামাটির রাজস্থলীর লোকজনকে সেবা করেন তিনি। বিনামূল্যে চিকিৎসা দেন। যারা ওষুধ কিনতে পারে না, তাদের তিনি ওষুধও দেন। এছাড়া তিনি আরাকান আর্মির তিন সহযোগীকে মুক্তির দাবিও জানান ।

সম্প্রতি আরাকান আর্মির (এএ) বিদ্রোহীদের দু`দফায় ১৩টি ঘোড়া আটকের ঘটনায় বান্দরবানের থানচির বড়মদকে বিজিবি-আরকান আর্মির গোলাগুলিতে আহত হন জাকির হোসেন নামে এক বিজিবি সদস্য। পরে বিজিবি সদস্যদের তীব্র প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটে।

এদিকে, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রান নিন ২০ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। এরপর রাজস্থলী বাজারে একটি ওষুধের দোকান দেন। সেখান থেকে `ডাক্তার` হিসেবে তিনি পরিচিতি পান। এরপর নেদারল্যান্ডস চলে যান। তবে মাঝে মধ্যে রাঙামাটিতে আসতেন।

স্থানীয়রা আরো জানান, পেশায় চিকিৎসক রান নিন বেসরকারি সংস্থা বিডিবিসির আড়ালে আরাকান আর্মির পক্ষে তৎপরতা চালিয়ে আসছেন রাঙামাটি ও বান্দরবানের দুর্গম পাহাড়ে। এই এনজিও পাহাড়িদের মধ্যে কিছু ঘোড়াও বিতরণ করে। যা পাহাড়ে মালামাল ও অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হয় বলে অভিযোগ আছে।

বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল অলিউর রহমান জাগো নিউজকে জানান, সীমান্তে কোনো বিচ্ছিন্নতাবাদীদের ছাড় দেয়া হবে না । আমাদের অভিযান আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত রাখা থাকবে।

এদিকে মিয়ানমারের ইরাবতী পত্রিকায় আরাকান আর্মির (এএ) ডেপুটি কমান্ডার ইন চিফ কর্নেল নিও তুন বলেছেন, বিজিবির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব। এই সংঘাতের ব্যাপারে দুঃখ প্রকাশ করে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠাতে চায়। এতে বলা হয়, আরাকান আর্মি বাংলাদেশের শত্রু নয়। মিয়ানমারের সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমঅধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংকল্পবদ্ধ হয়ে সংগ্রাম করছে।



সৈকত দাশ/এসএস