ছিনতাই করে পালানোর সময় ৩ নারী আটক
ঝিনাইদহে ছিনতাই করে পালানোর সময় তিন নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন হাটখোলার ফিরোজের মুদি দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাশিদা (৩৫), আছিয়া (৪০) ও সুফিয়া (৪৫)। তাদের সবার বাড়ি ফরিদপুর শহরে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, ছিনতাই করে পালানোর সময় শহরের নতুন হাটখোলায় অভিযান চালিয়ে ওই তিন নারীকে আটক করা হয়। এ সময় তাদের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ২ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৩ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন
- ৪ জমজমাট খেজুর গুড়ের বাজার, দেড়শ কোটি টাকা বিক্রির আশা
- ৫ যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত