ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেন থামিয়ে পাটকল শ্রমিকদের ভাঙচুর

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৪ এপ্রিল ২০১৯

নরসিংদীতে মজুরি কমিশন বাস্তাবায়নসহ ৯ দফা দাবি আদায়ে রেললাইন অবরোধ করেছেন শ্রমীকরা। এ সময় ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাংচুর করা হয়। পরে রেললাইনে আগুন জ্বেলে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারীরা বাশাইল রেলগেট ও তরোয়া এলাকায় এ অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Narsingdi

জানা যায়, মজুরি কমিশন বাস্তাবায়নসহ ৯ দফা দাবিতে গাত ৪ দিন যাবৎ কর্মবিরতি ও নানা কর্মসূচি পালন করছেন ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারিরা। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারীরা বাশাইল রেলগেট এলাকায় অবরোধ করেন।

Narsingdi

এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেসের একটি ট্রেন থামিয়ে দেন তারা। পরে উত্তেজিত শ্রমিকরা ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাংচুর করেন। পরে সদর মডেল থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ফায়রা সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সরিয়ে নিলে দুপুর ১২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

সঞ্জিত সাহা/এফএ/জেআইএম

আরও পড়ুন