চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
চট্টগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রহিম উদ্দিন (৩০)। তিনি পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার মো. নুরনবীর ছেলে। আহত দুই যাত্রী হলেন একই এলাকার রফিকুল আলমের ছেলে মো. শুভ (১৭) ও মো. মনিরুজ্জামানের ছেলে মো. বাদশা মিয়া (৪০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে জানান, পটিয়া বাইপাস এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রহিম উদ্দিন নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে অপর এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। সকাল সাড়ে ৬টার দিকে বাসের ধাক্কায় একটি যাত্রী বোঝাই মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ১৩ যাত্রী আহত হন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জাগো নিউজকে জানান, মিরসরাইয়ের হাজি ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মাইক্রোবাস উল্টে ১৩ যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
আবু আজাদ/এমএমজেড/পিআর