ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক্টর কাড়লো মুক্তিযোদ্ধার প্রাণ

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০১:৫১ পিএম, ০১ এপ্রিল ২০১৯

দিনাজপুর সদর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য লুৎফর রহমান (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

সোমবার সকাল ৬টায় দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের খয়েরবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান সদর উপজেলার তাজপুর নতুন পাড়ার মৃত বদু মোহাম্মদের ছেলে।

এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতরা হলেন- তাজপুর বাঙালপুকুর গ্রামের আয়েন উদ্দীনের ছেলে মসির উদ্দীন (৬৮) ও তাজপুর হঠাৎপাড়ার ওমর আলীর ছেলে ও মুদি দোকানদার ওমর সাইদুর রহমান (৫০)। আহতদের মধ্যে মসির উদ্দীনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত লুৎফর রহমানের জামাতা মতিয়ার রহমান জানান, সকালে নামাজ পড়ে দুজন একসঙ্গে প্রাতভ্রমণে বের হন। এ সময় পেছন থেকে একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে ফরহাদ টেলিকম নামক মুদি দোকানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে লুৎফর রহমান নিহত হন ও অপর দুই জন মসির উদ্দীন এবং দোকানদার সাইদুর রহমান গুরুতর আহত হন।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি

আরও পড়ুন