স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিষে দিল ঈগল পরিবহন
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৩২) নিহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কেসমত-ইলিশপুর সড়কের মিস্ত্রির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাহদহ মাঠপাড়া এলাকার আছির উদ্দীনের ছেলে ও কুশোডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে আলমগীর হোসেন কেসমত ইলিশপুরের মিস্ত্রির মোড় পার হয়ে যশোরের বাগআঁচড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় যশোর-সাতক্ষীরাগামী ঈগল পরিবহন বাস দ্রুতগতিতে এসে আলমগীর হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষে যান আলমগীর হোসেন।
ঘটনার পরপরই বাসটি আটক করতে এলাকাবাসী ধাওয়া করে। একপর্যায়ে চালক বাসটি কাজিরহাট তেল পাম্পের কাছে ফেলে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নিহত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/পিআর