কলেজছাত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
ঝালকাঠির রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজের ছাত্র সোহেল রানা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং এলকাবাসী। সোমবার সকাল ১০ টায় কলেজ চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে, দুপুর ১২টার দিকে থানার সামনে এলাকাবাসী বিক্ষোভ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক প্রভাষক আমিনুল ইসলাম তালুকদার, সহপাঠী শওকত মাহমুদ, সুজন হাওলাদার, ইসরাত জাহান মরিয়ম, চৈতি আক্তার, নিহত রানার বাবা আমজেদ ফকির।
মানববন্ধনে নিহত সোহেল রানার মা, ভাই, বোন, স্ত্রী ও ২ মাসের কন্যাসহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বাবা আমজাদ আলী ফকির বলেন, মাহবুব ও শুভ আমার ছেলে সোহেল রানাকে হত্যার পরিকল্পনা করেন। আমরা সেই ভয়ে ২৬দিন বাড়িতে থাকতে পারি নাই।
এরপর রাজাপুর থানায় ১৬ আগস্ট সাধারণ ডায়েরি করি। কয়েক দিন পরে পুলিশ জিডির তদন্তে ঘটনাস্থলে এসে আসামিদের বাসায় বসে দুপুরের খাবার খেয়েছে। যাওয়ার সময় আমাদের কাছে পুলিশ বলে সব ঠিক আছে আপনাদের কোনা ভয় নেই। এরপর রানা কলেজে যাওয়া শুরু করলে ২৬ আগস্ট তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
কলেজ শিক্ষক প্রভাষক আমিনুল ইসলাম বলেন, সোহেল রানা নিয়মিত ও মেধাবী ছাত্র ছিল। তার হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
এসএস/পিআর