ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এমপি খোকাকে এলাকা ছাড়ার নির্দেশ

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১০:১৬ এএম, ২৬ মার্চ ২০১৯

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে ২৫ মার্চের মধ্যে নিজ নির্বাচনী এলাকা সোনারগাঁ ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়।

ওই চিঠিতে বলা হয়েছে, সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনী বিভিন্ন কাজে অংশ গ্রহণের অভিযোগ পাওয়া যায়। যা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৬ এর ২২ এর বিধিতে নিষেধ রয়েছে।

এছাড়াও ওই চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না। তবে নির্বাচনী এলাকায় ভোটার হলে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারবেন। নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করতে পারবেন না। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বিধিবহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তাই ২৫ মার্চের মধ্যে নির্বাচনী এলাকায় ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে একাধিকবার মোবাইলে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন। অপরদিকে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে নৌকার বিরুদ্ধে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। ৫ম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

আরও পড়ুন