ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি ছাড়লেন ১২ কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৪ মার্চ ২০১৯

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) বর্তমান ও সাবেক ১২ জন কাউন্সিলর বিএনপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

রোববার বিকেলে মহানগরীর হাদিস পার্কের আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা।

এ বিষয়ে আনুষ্ঠানিভাবে প্রতিক্রিয়া জানাবে খুলনা বিএনপি। যোগ দেয়া কাউন্সিলরদের মধ্যে আটজন সাবেক ও বর্তমান বিএনপি নেতা, বাকি চারজন স্বতন্ত্র হিসেবে পরিচিত থাকলেও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া কাউন্সিলরা হলেন- কেসিসির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ৭ নম্বর ওয়ার্ডের সুলতান মাহমুদ পিন্টু, ৮ নম্বর ওয়ার্ডের এইচ এম ডালিম, ১২ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান মনির, ১৬ নম্বর ওয়ার্ডের আনিসুর রহমান বিশ্বাস, ১৭ নম্বর ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান হাফিজ ও ২০ নম্বর ওয়ার্ডের শেখ গাউসুল আজম।

khulna-Lig

বিএনপি নেতাদের মধ্যে শেখ হাফিজুর রহমান ও আনিসুর রহমান বিশ্বাসকে আগেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। শেখ গাউসুল আজম নিজে বিএনপি থেকে পদত্যাগ করলেও পরে বিএনপির মনোনয়ন নিয়েই কাউন্সিলর পদে বিজয়ী হন। বাকিরা মহানগর ও থানা বিএনপির বিভিন্ন পদে রয়েছেন।

এছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়ী চার কাউন্সিলর হলেন ২৩ নম্বর ওয়ার্ডের ইমাম হাসান চৌধুরী ময়না, ২৬ নম্বর ওয়ার্ডের গোলাম মওলা শানু, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আরিফুল ইসলাম মিঠু এবং সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরা আকতার। এছাড়া ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ ইউনুস সরদারও আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

কেসিসির ৩১টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে বিগত নির্বাচনে নয় বিএনপি নেতা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যে থেকে তিনজন ছাড়া বাকি ছয়জন আওয়ামী লীগে যোগ দিলেন।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভোট জালিয়াতির নির্বাচনে বিজয়ী মেয়র ও সংসদ সদস্যরা তাদের দলকে শক্তিশালী করতে অসৎ প্রক্রিয়া অবলম্বন করছেন। এ নিয়ে জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। বিএনপিতেও নেই। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সোমবার প্রতিক্রিয়া জানানো হবে।

আলমগীর হান্নান/এএম/পিআর

আরও পড়ুন