শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে আগুন
চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টায় আগুন লাগে বিদ্যুৎকেন্দ্রটিতে। তিন ঘণ্টা প্রচেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, খবর পেয়ে তিনটি ইউনিটের সাতটি গাড়ি ঘঠনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ট্রান্সফরমারে তেল থাকায় কিছুক্ষণ পরপর আগুন জ্বলে উঠছে। তবে এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন।
বিদ্যুৎ সঞ্চালন লাইনের কোনো এক জায়গায় শর্ট সার্কিট হয়ে এ আগুনের সুত্রপাত হয় বলে জানান কর্তৃপক্ষ। শর্ট সার্কিটের আঘাত ট্রান্সফরমারে লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম না থাকায় আগুন বাড়তে থাকে।
এ সময় দক্ষিণ চট্টগ্রাম বিদ্যুৎবিহীন ছিল বলে জানান স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে দক্ষিণ চট্টগ্রামে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রটির পরিচালক ভুবন বিজয় দত্ত।
তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপর থেকে বন্ধ সংযোগ দেয়া শুরু হয়েছে। ধীরে ধীরে দক্ষিণ চট্টগ্রামের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নামকরণ করা হচ্ছে আরডিএ কমপ্লেক্স
- ২ বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল সম্পাদক জাফর
- ৩ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ৪ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৫ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু