যবিপ্রবিতে হল ভাঙচুর : ঘটনা তদন্তে কমিটি গঠন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ হাসিনা হলে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার বিকেলে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আইটি বিভাগের চেয়ারম্যান ড. এএসএম মুজাহিদুল হককে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।কমিটির অপর ৪ সদস্য হলেন, কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাজমীন নাহার, গণিত বিভাগের প্রভাষক রাজু রায় ও ফার্মেসি বিভাগের প্রভাষক রশিদুর রহমান।এ কমিটিকে ঘটনা তদন্ত করে আগামী ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।
এর আগে শনিবার মধ্যরাতে ওই হলের ছাত্রীরা বিক্ষোভ ও ভাঙচুর চালায়।কোনো যৌক্তিক কারণ ছাড়াই এ বিক্ষোভ ভাঙচুর উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার রাত ৯টা থেকে এ বিক্ষোভ শুরুর পর রাত ১টার পর শিক্ষার্থীরা হলে ফিরেছে।
যবিপ্রবি’র জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল জানান, পুরো ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মিলন রহমান/এমএএস/এমআরআই