মা-মেয়ের প্রাণ নিল বেপরোয়া বাস
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক জসিম উদ্দিন (৩৭) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টায় উপজেলার মল্লিকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি এলাকার জসিমের স্ত্রী পারভীন আক্তার সানজিদা (৩০) ও তার ৯ বছরের মেয়ে ফেরদৌসী আক্তার জান্নাত।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইয়ুম বলেন, রাতে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তার মোড় থেকে মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েসহ দড়িকান্দির নিজ বাড়িতে ফিরছিলেন জসিম উদ্দিন।
পথে মল্লিকপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয় মারা যান।
আহতাবস্থায় জসিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে কাচঁপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি।
মো. শাহাদাত হোসেন/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমাদের বিরোধী দল বানানোর চেষ্টা করা হয়েছিল: রেজাউল করীম
- ২ বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, তার আগেই ডেঙ্গুতে প্রাণ গেলো তামান্নার
- ৩ মোবাইল নম্বর লিখে রেখে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে চোর
- ৪ চব্বিশের আন্দোলনের নায়ক খুঁজলে প্রথম সারিতে থাকবে শিবির
- ৫ বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম হবে মুক্ত বিহঙ্গের মতো: খোকন