সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে ভৈরবে সভা
ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে কিশোরগঞ্জের ভৈরবে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ভৈরব বাজার ছবিঘর শপিং কমপ্লেক্সে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ স্মরণ সভার আয়োজন করে।
সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক-প্রকাশক মো. তাজুল ইসলাম তাজ ভৈরবী, সময় টিভির প্রতিনিধি মো. ফজলুর রহমান, ভৈরব থানা পুলিশের ওসি (তদন্ত) মো. বাহালুল খান বাহার, সংগঠনের সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন, দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার উপ-সম্পাদক মো. আলাল উদ্দিন, বাংলাভিশনের প্রতিনিধি প্রভাষক সত্যজিৎ দাস ধ্রুব, চ্যানেল টুয়েন্টিফোরের মো. বিল্লাল হোসেন মোল্লা, দৈনিক আজকালকের খবরের কাজী আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।
জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালীন ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। ১৯২৯ সালের ৯ মার্চ বর্তমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের সম্ভান্ত মুসলিম পরিবার বলাকী মোল্লার বাড়িতে জন্মগ্রহণ করেন জিল্লুর রহমান।
আসাদুজ্জামান ফারুক/আরএআর/জেআইএম