লালমনিরহাটে ৮ জুয়াড়ির দণ্ড
লালমনিরহাটের হাতীবান্ধায় আট জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছে ভ্রামমান আদালত। জুয়া খেলার অপরাধে রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের ওসমান গনীর ছেলে শহিদুল ইসলাম (৩০), পশ্চিম বেজগ্রামের আব্দুল জব্বারের ছেলে দেলোয়ার হোসেন (২২), দক্ষিণ ডাউয়াবাড়ি গ্রামের আবু সুফিয়ানের ছেলে আব্দুল্লাহ্ আল মাহমুদ (২১), উত্তর সিন্দুর্নার মৃত হোসেন আলীর ছেলে পরিদুর ইসলাম (৩৫), হাটখোলা এলাকার নছর উদ্দিনের ছেলে নরুজ্জামান ওরফে কালাম (৩২), উত্তর পারুলিয়া গ্রামের মৃত রহমানের ছেলে সফিকুল ইসলাম (২০), কিসামত লোহানী গ্রামের এরশাদের ছেলে রেজাউন শিশুর (৪০), কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চান্দাবাড়ি গ্রামের আব্দুল জব্বার সরকারের ছেলে খোকন সরকার (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ডাউয়াবাড়ী এলাকায় তিস্তা নদীতে নৌকা যোগে জুয়ার আসর থেকে ওই আট জুয়াড়িকে আটক করা হয়। পরে রোববার বিকালে তাদের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদের ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
রবিউল হাসান/এআরএ/এমআরআই