ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৭

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২০ মার্চ ২০১৯

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন গুরুতর আহত হয়ে শৈলকুপা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার রয়েড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও নৌকার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কমপক্ষে সাতজন আহত হন। আহতদের মধ্যে রয়েড়া গ্রামের নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আমির, সিদ্দিক ও কামরুলকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লা জানান, নৌকা প্রতীকের প্রার্থীরা তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে।

অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার অভিযোগ করেন, রয়েড়া বাজারে অবস্থিত তার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।

এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে বলে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানিয়েছেন।

আব্দুল্লাহ আল মাসুদ/বিএ