ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রামেক হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি

প্রকাশিত: ০৮:১৭ এএম, ৩০ আগস্ট ২০১৫

মাসিক ভাতা ন্যূনতম ২৫ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পার্শ্বে রোববার তিন ণ্টিাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন হাসপাতালগুলোতে ইন্টার্নি চিকিৎসকরা অনেক কষ্ট করে তাদের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু মাস শেষে তাদের দায়িত্ব পালনের মূল্যে দেয়া হয় মাত্র দশ হাজার টাকা। তাই তাদের এই স্বল্প ভাতা বাড়িয়ে ২৫ হাজার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।  

এসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক নেতা আলামিনের সভাপতিত্বে ইন্টার্নি চিকিৎসক শহিদুল, সজীব, রুমি, লিজাসহ প্রায় দুই শতাধিক ইন্টার্নি চিকিৎসারা উপস্থিত ছিলেন।
 
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলার কারণে সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে দুপুরের দিকে কর্মসূচি স্থগিত করে ইন্টার্নি চিকিৎসকরা কাজে ফিরে গেলে পরিবেশ স্বাভাবিক হয়।

শাহরিয়ার অনতু/এমজেড