রেশম শিল্পকে বাঁচাতে মতবিনিময় সভা
রাজশাহীতে ঐতিহ্যবাহী রেশম শিল্পকে বাঁচিয়ে রাখাসহ অন্যান্য শিল্পকে নতুন উদ্যমে গড়ে তোলা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরীর অলকার মোড়স্থ রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সহ-সভাপতি মাহবুবুল আলম।
এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহম্মেদ বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প আজ হুমকির মুখে। আগে বহু ব্যবসায়ীরা এ শিল্পের সঙ্গে জড়িত ছিল। কিন্তু রেশম সুতার অভাব, সঠিক ব্যবস্থাপনা আর নজরদারির অভাবে এ শিল্প আজ ধ্বংসের মুখে। রাজশাহীর রেশমের তৈরি শাড়ি কিংবা পোশাকের চাহিদা দেশজুড়ে।
শুধু রেশম শিল্প নয়, রাজশাহীতে আরো নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের মধ্যে দিয়ে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য কাজ করার আহ্বান জানান সকলের প্রতি।
এ সময় অনুষ্ঠানে রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, সাবেক এফবিসিসিআই নেতা মোহাম্মদ আলী, সাবেক রাজশাহী চেম্বারের সভাপতি আবু বক্কার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহরিয়ার অনতু/এসএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ