ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধরলা সেতুতে টোল আরোপের প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৩৯ এএম, ৩০ আগস্ট ২০১৫

কুড়িগ্রাম জেলার ধরলা সেতু পারাপারে নতুন করে টোল আরোপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সেতুতে নতুন করে আরোপিত টোল প্রত্যাহারের দাবিতে শনিবার উপজেলার প্রতীক মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে নাগেশ্বরী ৫ তলার সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন-ছাত্রলীগ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি রনি মোল্লা, সাধারণ সম্পাদক মামুন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্দোলনের আহ্বায়ক কিং সওদাগর, বেলাল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ নুরন্নবী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মো. আসাদ প্রমুখ।

বক্তারা বলেন, ধরলা সেতু চালুর পর থেকে দুই তিন চাকার যানবাহনের উপর টোল আদায়ের কোন নজির নেই। সেখানে নতুন করে টোল আরোপের সিদ্ধান্ত অন্যায়। নতুন করে আরোপিত টোল প্রত্যাহার করা না হলে শিগগিরই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তবে আমাদের আন্দোলন হবে অহিংস। আন্দোলনে সব শেণি পেশার মানুষের অংশগ্রহণ থাকবে।

এআরএস/এমএস