লিবিয়ায় নৌকাডুবে ব্রাহ্মণবাড়িয়ার ২ যুবকের মৃত্যু
অবৈধভাবে সাগর পথে ইতালি যাওয়ার সময় লিবিয়ার উপকূলে নৌকাডুবে ব্রাহ্মণবাড়িয়ার দুই যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাদের স্বজনরা। নিহতরা হলেন, জেলার কসবা উপজেলার সোনারগাঁও গ্রামের ফজল মিয়ার ছেলে নাজমুল হাসান (২০) ও সফি মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২১)।
শনিবার সকালে মুঠোফোনের মাধ্যমে তাদের মৃত্যুর সংবাদটি গ্রামের বাড়িতে এসে পৌঁছালে কান্নার রোল পড়ে দুটি পরিবারে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন বছর আগে কসবা উপজেলার সোনারগাও গ্রামের ফজল মিয়ার ছেলে নাজমুল হাসান ও সফি মিয়ার ছেলে আমিনুল ইসলাম লিবিয়ার উদ্দেশ্যে পাড়ি জমান। লিবিয়ায় চলমান সহিংসতার কারণে দীর্ঘদিন ধরেই নাজমুল ও আমিনুল ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন। এজন্য গত সপ্তাহে দালালের মাধ্যমে নাজমুল ও আমিনুলসহ অন্যান্য অভিবাসীরা অবৈধভাবে নৌকাযোগে ইতালির উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার আগে তারা দুজনেই বাড়িতে ফোন করে স্বজনদের বিষয়টি জানান। এরপর থেকে তাদের সঙ্গে পরিবারের লোকজনদের আর কোনো যোগাযোগ হয়নি। পরে শনিবার লিবিয়ায় থাকা নাজমুল ও আমিনুলের এক প্রবাসী প্রতিবেশীকে ফোন করে আমিনুল ইসলামের বাবা সফি মিয়াকে নাজমুল ও আমিনুলের মৃত্যুর বিষয়টি জানান।
এদিকে নাজমুল ও আমিনুলের মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নাজমুলের বাবা ফজল মিয়া দ্রুত লিবিয়া দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাদের সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমআরআই