ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যুব মৈত্রীর কর্মীর উপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদ

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৯ আগস্ট ২০১৫

গোবিন্দগঞ্জের যুব মৈত্রীর কর্মী মুকুল মিয়ার উপর এসিড নিক্ষেপকারী জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে গাইবান্ধা শহরের ডিবি রোডে শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে জানানো হয়, মুকুল মিয়ার উপর এসিড নিক্ষেপের পরও জামায়াত-শিবির চক্র তাকে এবং তার পরিবার-পরিজনকে এখনো অব্যাহতভাবে হুমকি দিচ্ছে।

ডিবি রোডস্থ আসাদুজ্জামান মাকের্ট সংলগ্ন সড়কে বাংলাদেশ যুব মৈত্রী গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মতিন মোল্লা, মাসুদুর রহমান, অ্যাড. আশরাফ আলী, রফিকুল ইসলাম, জাকারিয়া হাসান সুমন, আশরাফুল ইসলাম, আজাদুল ইসলাম আজাদ, শামীম মিয়া প্রমুখ।  

বক্তারা গোবিন্দগঞ্জ উপজেলার যুব মৈত্রীর সক্রিয় রাজনৈতিক কর্মী মুকুল মিয়ার উপর ওই এলাকার জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের হামলা ও এসিড নিক্ষেপের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে অবিলম্বে মামলাটি থানায় রেকর্ড করে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচির আল্টিমেটাম দেন।

সভায় বক্তারা গোবিন্দগঞ্জে জুয়া-হাউজি বন্ধসহ সারাদেশে পিটিয়ে নিরীহ শিশু হত্যা, ব্লগার নীল হত্যার আসামিদের দ্রুত গ্রেফতারেরও দাবি জানান।

অমিতাভ দাশ হিমুন/এমজেড/এমআরআই