ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএসএফর গুলিতে ৩ গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রকাশিত: ১১:৫০ এএম, ২৯ আগস্ট ২০১৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে গরু নিয়ে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার রঘুনাথপুর বিওপিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, আব্দুস সাত্তার (৫৪), তার ছেলে শহিদুল ইসলাম (২৮) ও মুক্তার (২৩)। তারা সবাই উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। তাদের শনিবার দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএসএফের গুলিতে আহত শহিদুল ইসলাম জাগোতে জানান, শনিবার ভোরে তারা মোট ছয়জন পদ্মা নদী দিয়ে গরু নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এসময় বিএসএফ তাদের দেখামাত্র গুলি ছুড়তে থাকে। এসময় তাদের গুলিতে শহিদুল ইসলাম ও মুক্তার আহত হন।

পরে বিএসএফের ব্যবহৃত স্পিডবোর্ডের আঘাতে আব্দুস সাত্তার আহত হন। পরে তারা সাঁতার কেটে বাংলাদেশের সীমান্তে উঠলে তাদের শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাহরিয়ার অনতু/এমজেড/আরআইপি